ময়মনসিংহ জেলাকে পরিকল্পিত আধুনিক টেকসই, বাসযােগ্য এবং পরিবেশবন্ধব নগরী হিসেবে গড়ে তােলার লক্ষ্যে বিগত ৯ ডিসেম্বর ২০১৭ তারিখ ময়মনসিংহ জেলায় কর্মরত প্রকৌশলীবৃন্দ ও স্থপতিদের নিয়ে গঠিত হয় প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স এসােসিয়েশন, ময়মনসিংহ। এসােসিয়েশন-এর মূল উদ্দেশ্য হলাে, Bangladesh National Building Code (BNBC) অনুযায়ী ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারী কাজে নকশা প্রণয়ন এবং অবকাঠামাে স্থাপনে সর্বাত্মক সহযােগিতা প্রদান করা। ব্যক্তিমালিকানায় স্থাপত্য নির্মাণে সরকারের গৃহীত নীতিমালা অনুসরণ করার জন্য সকল পেশার মানুষকে উৎসাহ-উদ্দীপনার সাথে সম্পৃক্ত করা ।
আমার দৃঢ় বিশ্বাস, এই এসােসিয়েশন-এর সদস্যবৃন্দ তাদের পেশগত মানের ক্ষেত্রে আপােষহীন থাকবেন।
আশাকরি, অন্য যে কোন পেশাদারী এসােসিয়েশন-এর তুলনায় তাদের কার্যক্রম প্রশংসনীয় হবে।