আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, শ্রদ্ধাভাজন আমন্ত্রিত অতিথিবৃন্দ, কর্মউদ্দীপনায় উজ্জীবিত প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স এসােসিয়েশনের সম্মানিত স্থপতি ও প্রকৌশলীবৃন্দ ও উপস্থিত তাদের পরিবারের সকল সদস্যদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ।
৯ ডিসেম্বর ২০১৭ সালে প্রকৌশলী মরহুম মােসলেহ উদ্দিন আহমেদ-এর হাত ধরে প্রতিষ্ঠিত প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স এসােসিয়েশনের আমি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলাম ভাবতেই আমার মন এক বিশেষ আলােয় আলােকিত হয়ে উঠে। এ সম্মানটুকু দেয়ার জন্য এসােসিয়েশনের সকল সদস্যদের নিকট আমি কৃতজ্ঞ।
আজকের এই দিনে খুব বেশি মনে পড়ছে আমাদের শ্রদ্ধেয় প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রকৌশরী মরহুম মােসলেহ্ উদ্দিন আহমেদকে। তার প্রতি শ্রদ্ধা ও ভালােবাসা।
আজ বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নিচ্ছে প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স এসােসিয়েশন এর ২০২২-২৩ এর নতুন কার্যকরী বাের্ডকে । যার নেতৃত্ব দিচ্ছেন সভাপতি হিসেবে প্রকৌশলী মােঃ শাহীন ইসলাম খান ও সাধারণ সম্পাদক হিসেবে প্রকৌশলী মােঃ এ.বি ফরহাদ। আগামীর জন্য যে, আমরা সঠিক নেতৃত্ব বেছে নিয়েছি তার উদাহরণ আজকের চমকপ্রদ অভিষেক অনুষ্ঠান। তাদের প্রতি আমার শুভ কামনা।
বিদায়ী বাের্ডের সভাপতি ড. প্রকৌশলী মােঃ মাহবুব আলী ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মােবারক হােসেন অনাদীকে আমার পক্ষ হতে বিজয়ী শুভেচ্ছা । বিজয়ী এই জন্য যে, আপনারা আপনাদের সঠিক নেতৃত্বের করণে এই কোভিড-১৯ পরিস্থিতির মধ্যেও আমাদের প্রিয় সংগঠনটিকে এগিয়ে নিয়ে গেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং আজকের যােগ্য নেতৃত্বের কাছে সুষ্ঠু ও সুন্দরভাবে দায়িত্বভার অর্পণ করছেন।
আজ এসােসিয়েশনের তৃতীয় অভিষেক অনুষ্ঠান । দুই বছর পরপর আমরা নেতৃত্ব পরিবর্তনের পাশাপাশি নতুন নেতৃত্বকে বরণ করে নিয়ে থাকি এই অনুষ্ঠানের মাধ্যমে। আমরা সবাই পরিবার এবং সহযােগী বন্ধুদের নিয়ে উষ্ণু বন্ধুত্বের পরশে মিলিত হই । উৎসাহ দেই নতুন নেতৃত্বকে।
আমরা মানুষের স্বপ্নের বাড়ি নির্মাণের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকি । বিগত কোভিড-১৯ পরিস্থিতির মধ্যেও প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স এসােসিয়েশন ছিল আর্থিক ক্ষতিগ্রস্থ মানুষের পাশে এবং সচেতনতামূলক কার্যক্রমে। আমরা বলতে চাই সুন্দর এক সমাজ গড়ার লক্ষ্যে ‘এক সঙ্গে কাজ করবাে, তেমন শপথে হবাে মহান’। আমি সবসময় আপনাদের পাশে থাকবাে এই হােক আমার অঙ্গীকার । আমি আপনাদেরই লােক।
পরিশেষে বলতে চাই- আপনাদের সার্বিক সমর্থন আমার স্বপ্নকে স্বার্থক করেছে।
ভালাে থাকবে, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আমার ও আমার পরিবারের জন্য আশির্বাদ করবেন ।