আমাদের সম্পর্কে জানুন

আমাদের সম্পর্কে

প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স এসোসিয়েশন, ময়মনসিংহ শৈল্পিক স্থাপত্যকলার পথে এগিয়ে যেতে চায় দূর থেকে দূরের গন্তব্যে। এজন্যে আমরা ক’জন একত্রে মিলেছি। আমাদের নিষ্ঠা দিয়ে মেধা ও মননের উজ্জ্বল পথপরিক্রমায় নির্মিত হবে এ আমাদের পরিস্নাত বিশ্বাস। এই বিশ্বাসকে বাস্তবে রূপ দেয়ার জন্যে আমাদের প্রয়াস নিরন্তর। সময়ই আমাদের কাজের পরিধি নির্ধারণ করে দেবে। আমরা সময়ের দাবী পূরণে সচেষ্ঠ; আমাদের আন্তরিকতা উষ্ণতায় মোড়ানো। প্রকাশনাটিও আমাদের কর্মপরিধির অংশ। আর এ পথ ধরে প্রকাশিত হলো ‘ভিত্তি’।  শুভাজন যারা - লেখা ও বিজ্ঞাপন দিয়ে এবং নানাভাবে সহযোগিতা করেছেন তাদেরকে সাধুবাদ, ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভবিষ্যতে আপনারাই হবেন আমাদের পথের পাথেয়।  সকলকে আন্তরিক শুভেচ্ছা।

প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স এসোসিয়েশন, ময়মনসিংহ শৈল্পিক স্থাপত্যকলার পথে এগিয়ে যেতে চায় দূর থেকে দূরের গন্তব্যে। এজন্যে আমরা ক’জন একত্রে মিলেছি। আমাদের নিষ্ঠা দিয়ে মেধা ও মননের উজ্জ্বল পথপরিক্রমায় নির্মিত হবে এ আমাদের পরিস্নাত বিশ্বাস। এই বিশ্বাসকে বাস্তবে রূপ দেয়ার জন্যে আমাদের প্রয়াস নিরন্তর। সময়ই আমাদের কাজের পরিধি নির্ধারণ করে দেবে। আমরা সময়ের দাবী পূরণে সচেষ্ঠ; আমাদের আন্তরিকতা উষ্ণতায় মোড়ানো। প্রকাশনাটিও আমাদের কর্মপরিধির অংশ। আর এ পথ ধরে প্রকাশিত হলো ‘ভিত্তি’।  শুভাজন যারা - লেখা ও বিজ্ঞাপন দিয়ে এবং নানাভাবে সহযোগিতা করেছেন তাদেরকে সাধুবাদ, ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভবিষ্যতে আপনারাই হবেন আমাদের পথের পাথেয়।  সকলকে আন্তরিক শুভেচ্ছা।

লক্ষ্য ও উদ্দেশ্য
বাংলাদেশের কারিগরি শিক্ষায় শিক্ষিত অনেক কর্মপ্রত্যাশী আছেন। তাদের যথোপোযুক্ত সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে যতদিন কোন কর্মসংস্থান না হয় ততদিন বেসরকারি পর্যায়ে ভৌত অবকাঠামো নির্মাণে বিভিন্ন নকশা প্রস্তুতকরণে পেশাজীবী হিসেবে সেবা প্রদান করা। পেশাজীবী হিসেবে যে সকল ব্যক্তি/প্রতিষ্ঠান বর্তমানে নিয়োজিত আছেন, তাদের সার্বিক কল্যাণে কাজ করা। সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের নকশা প্রস্তুতকরণে অনৈতিক ও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ এবং যথোপোযুক্ত উদ্যোগ গ্রহণ
সেইসাথে প্রযুক্তিগত উন্নয়নে সর্বত্র নিয়োজিত থাকা।


প্রচ্ছদ-এর কথন
একজন সৃষ্টিশীল মানুষ যখন কিছু সৃষ্টি করতে চান তখন তার মনে নানা ভাবনা
অনেক রঙের মেলা আপন মনে খেলা করে; আর এ খেলা যখন হয় সুদৃঢ়
তখন তা এক একজন এক এক ভাবে প্রকাশ করে - আর এ চিন্তা থেকেই স্মরণিকার প্রচ্ছদ এর বহিঃপ্রকাশ।

প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স এসোসিয়েশন নিবন্ধন
অবশেষে অপেক্ষার দিন শেষ হলো ।প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স এসোসিয়েশন নিবন্ধন সম্পন্ন হয়েছে। এটা আমাদের জন্য একটা বিরাট পাওয়া । আরও সামনের দিকে এগিয়ে যাবে আমাদের এই সংগঠন।