বিস্তারিত বাণী

ড. প্রকৌশলী মোঃ মাহবুব আলী এর বাণী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে এবং ময়মনসিংহকে একটি সর্বাধুনিক, পরিকল্পিত ও দৃষ্টি নন্দন নগরী হিসাবে গঠনের লক্ষ্যে মরহুম প্রকৌশলী মােসলেহ উদ্দিন আহমেদের নেতৃত্বে প্রকৌশলী ও স্থপতিগণ একত্রিত হয়ে ৯ ডিসেম্বর ২০১৭ খ্রি. প্রতিষ্ঠা করেন প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স এসােসিয়েশন, ময়মনসিংহ । শুরুতেই প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম প্রকৌশলী মােসলেহ উদ্দিন আহমেদের আত্মার মাগফেরাত কামনা করছি।

এই সংগঠনটির মূল উদ্দেশ্যগুলি হলাে বিল্ডিং কোড অনুযায়ী ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারী কাজে নকশা প্রস্তুতকরণ এবং অবকাঠামাে স্থাপনে সহযােগিতা করা। সরকারের উন্নয়ন কর্মকান্ড সকল শ্রেণি পেশার মানুষকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে সম্পৃত করা। নির্মাণ কাজে বেআইনী কার্যকলাপের প্রতিবাদ করা । নির্মাণের নিয়মের অজুহাতে যারা হয়রানির শিকার হচ্ছে, তাদের হয়রানি থেকে উত্তোরণের সহযােগিতা করা। নির্মাণ কাজে যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান সফল ভূমিকা রাখছেন তাদের উৎসাহ ও প্রণােদনা দেয়া।

আমাদের বিগত কমিটি আপনাদের সহযােগিতায় উল্লেখিত উদ্দেশ্যগুলি বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টা করেছে। এছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধন সনদপত্র নিয়ে করােনাকালীন সময়ে সমাজকল্যাণমূলক কাজে যথেষ্ট ভূমিকা রেখেছে।

আজ আনন্দ ঘণপূর্ণ বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রিয় সংগঠনটির তৃতীয় অভিষেক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই শুভক্ষণে আমি নবাগত সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবগঠিত কমিটিকে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন। গত দুই বছর এসােসিয়েশনের সঠিক নেতৃত্বে পরিচালিত করার দায়িত্ব ছিল আমাদের। আমরা করােনাকালীন সময়ে আপনাদের সহযােগিতায় আমাদের দায়িত্ব পালন এবং করােনা উত্তোরণে সমাজসেবামূলক কাজ করার সর্বাত্মক চেষ্ঠা করেছি। দায়িত্ব পালনে যতটুক সফলতা এসেছে তা আপনাদের চেষ্ঠার ফল। এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

সর্বশেষে কামনা করছি নবাগত কমিটির নেতৃত্ব এসােসিয়েশন হবে গতিশীল, শক্তিশালী ও সমাজ সেবামূলক সংগঠন।